ঠান্ডা বাতাস, তীব্র শীত আর বৃষ্টি উপক্ষো করেই গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমায় যোগ দিতে ছুটে আসছেন দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি। দেশের বিভিন্ন এলাকার মুসল্লিদের স্রোত এখন টঙ্গীর দিকে। বাস, ট্রাক, ট্রেনসহ বিভিন্ন পরিবহনে মুসল্লিরা আসছেন ইজতেমা ময়দানে। ১৬০ একর বিশাল ময়দানের চটের শামিয়ানার নিচে অবস্থান নিচ্ছেন মুসল্লিরা। দেশের ৬৪টি জেলার জন্য ময়দানে পৃথক খিত্তা (তাঁবু) তৈরি করা হয়েছে। মুসল্লিরা এসব খিত্তায় এসে অবস্থান নিতে শুরু করেছেন। ময়দানের উত্তর-পশ্চিম প্রান্তে টিনের ছাউনিতে অবস্থান নিয়েছেন বিদেশি মুসল্লিরা।
Advertisement
আরও পড়ুন: বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু
তবে বুধবার (৩১ জানুয়ারি) রাতে ও বৃহস্পতিবার ভোরে কয়েক দফা বৃষ্টিতে বিপাকে পড়েন মুসল্লিরা। বিশেষ করে চটের শামিয়ানার নিচে বৃষ্টি প্রতিরোধের কোনো ব্যবস্থা না থাকায় অনেকে ভিজে যান। ভিজে যায় তাদের বিছানা ও মালপত্র। নিচু স্থানগুলোতে পানি জমে যায়।
নেত্রকোনা থেকে আসা মুসল্লি আশরাফ আলী বলেন, ‘রাতে প্রায় সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় ঘুম থেকে উঠে কোনোমতে মালামালগুলো রক্ষা করেছি।’
Advertisement
বরিশাল থেকে এসেছেন আব্দুল মজিদ পাটোয়ারী। তিনি বলেন, ‘আমরা ১৫ জনের একটি দল নিয়ে ইজতেমা মাঠে এসেছি। রাতে বৃষ্টির কারণে সামান্য সমস্যা হলেও তা মানিয়ে নিয়েছি।’
তিনি বলেন, ‘আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ইমানকে শক্তিশালী করতে ইজতেমায় এসেছি। সামান্য সমস্যা তো হতেই পারে। এজন্য প্রস্তুতি নিয়েই এসেছি।’
আমিনুল ইসলাম/এসআর/এএসএম
Advertisement