টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার নাম আব্দুস সাত্তার (৭০)। তিনি নেত্রকোনার কুনিয়া কুমরি বাজার এলাকার আবুল হোসেনের ছেলে।
Advertisement
সূত্র জানায়, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিজ খিত্তায় অসুস্থ হয়ে পড়েন আব্দুস সাত্তার। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মরদেহের জিম্মাদার গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ইজতেমা ময়দানে মৃত্যু হয় মো. জামান (৪০) নামের এক মুসল্লির। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চৌহরদিটোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
একই দিন দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে ইজতেমায় আসার পথে ইউনুস মিয়া (৬০) নামের এক মুসল্লি মারা যান। তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
এনিয়ে বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা তিন মুসল্লির মৃত্যু হলো।
আমিনুল ইসলাম/এসআর/এএসএম