জমাদিউস সানি মাসের শেষে রজব মাসের আগমন। এ মাসের আগমনে বিশ্বনবি সর্বদা আল্লাহর নিকট বরকতের দোয়া করতেন। যা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। বিশ্বনবির বরকতের দোয়াটি তুলে ধরা হলো-উচ্চারণ : ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রাঝাবা ওয়া শা’বান ওয়া বাল্লিগনা রামাদান।’অর্থ : হে আল্লাহ! তুমি আমাদের জন্য রজব ও শা’বান মাসে বরকত দাও এবং আমাদেরকে রমজানন পর্যন্ত পৌঁছিয়ে দাও।এ দোয়া শিক্ষা দেয়ার উদ্দেশ্যই হচ্ছে, মুসলিম উম্মাহ যেন রমজানের গুরুত্বপূর্ণ ইবাদাত-বন্দেগির জন্য নিজেকে তৈরি করে নিতে পারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সকল কাজে বরকত লাভ করতে পারে।সুতরাং মুসলিম উম্মাহর উচিত, প্রত্যেক নামাজে এ দোয়ার মাধ্যমে রবকত লাভের কামনা করা। আল্লাহ তাআলা সবাইকে রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং রমজান মাস পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিন। আমিন।এমএমএস/আরআইপি
Advertisement