বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের (চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর) আজকের আবহাওয়ার সংবাদ, ঝড় ও বৃষ্টির পূর্বাভাস কেমন থাকবে, আজকের আবহাওয়া বৃষ্টি হবে কি না এবং আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস বার্তার সর্বশেষ আপডেট।
Advertisement
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরা হলো।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা (টেকনাফ)
২৭.৭ ডিগ্রি সেলসিয়াস
Advertisement
আজকের সর্বনিম্ন তাপমাত্রা (তেঁতুলিয়া)
১০.৪ ডিগ্রি সেলসিয়াস
আজকের ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা
১৭.৮ ডিগ্রি সেলসিয়াস
Advertisement
আজকের ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা
২৬.৪ ডিগ্রি সেলসিয়াস
খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌপরিবহন চলাচল ব্যাহত হতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আরএমএম/এমআরএম/জেআইএম/এএসএম