জাতীয়

কাভার্ডভ্যানে ঝুঁকিপূর্ণভাবে সিএনজি বিক্রি, দুই লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ উপায়ে কাভার্ডভ্যানে করে ঝুঁকিপূর্ণভাবে সিএনজি (গ্যাস) বিক্রির অভিযোগে বাবুল কান্তি নাথ নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

Advertisement

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকার ওই ভ্রাম্যমাণ সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাসান।

তিনি বলেন, লোহাগাড়া এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাভার্ডভ্যানে ভ্রাম্যমাণ সিএনজি ফিলিং স্টেশন বানিয়ে সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস বিক্রি করে আসছিল। এ কাজের কোনো লাইসেন্স থাকে না, তাদেরও নেই। তাদের এসব অবৈধ ফিলিং স্টেশন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা না মানায় বুধবার দুপুরে অভিযান চালিয়ে বাবুল কান্তি নাথ নামে একজনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় ফায়ার সার্ভিসের সহযোগিতায় কাভার্ডভ্যানে থাকা গ্যাস খোলা আকাশে অবমুক্ত করে দেওয়া হয় বলে জানান তিনি।

Advertisement

ইকবাল হোসেন/এমএইচআর