খেলাধুলা

জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য পেলো বাংলাদেশের যুবারা

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছে নেপাল অনুর্ধ্ব-১৯ দল।

Advertisement

ব্লুমফন্টেইনের মাঙ্গুয়াঙ ওভালে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নেপাল অধিনায়ক দেব খানাল। ব্যাট করতে নেমে শুরু থেকে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পড়ে নেপালি ব্যাটাররা। মিডল অর্ডারে দেব খানাল এবং বিশাল বিক্রম ছাড়া আর কেউ তেমন দাঁড়াতেই পারেনি মারুফ মৃধাদের সামনে।

অধিনায়ক দেব খানাল এবং ব্যাটার বিশাল বিক্রম মিলে ৬২ রানের জুটি গড়ে তুলেছিলেন। ৩৫ রান করেন দেব খানাল এবং বিশাল বিক্রম করেন সর্বোচ্চ ৪৮ রান। ১৮ রানে অপরাজিত থাকেন সুবাস বান্দারি। ১৪ রান করেন অর্জুন কুমাল।

শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ১৬৯ রানে অলআউট হয়ে যায় নেপাল অনূর্ধ্ব-১৯ দল। রোহানাত দৌলা বর্ষণ ১৯ রান দিয়ে নেন ৪ উইকেট। শেখ পারভেজ জীবন ৩৪ রান দিয়ে নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা এবং জিসান আলম।

Advertisement

আইএইচএস/