ঝালকাঠির নলছিটিতে ২৭ বছর পর যৌতুক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আলমগীর হোসেনকে (৫৯) গ্রেফতার করেছে র্যাব।
Advertisement
মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীর রুপাতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল র্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির অধিনায়ক (উপ-পরিচালক) মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার আলমগীর হোসেন নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার মৃত হাজী মানিক শাহ শরীফের ছেলে।
র্যাব জানায়, ১৯৯৬ সালে ঝালকাঠি আদালতে আলমগীরের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের একটি মামলা হয়। পরে ১৯৯৯ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। পরে তিনি প্রবাসে গিয়ে ২৭ বছর পলাতক থাকায় আদালত তাকে গ্রেফতার করতে ওয়ারেন্ট জারি করেন। ২৭ বছর পলাতক থাকার পর ৯ মাস আগে দেশে ফিরে আত্মগোপনে চলে যান। পরে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আলমগীরকে নলছিটি থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Advertisement
আতিকুর রহমান/এনআইবি/এএসএম