খেলাধুলা

সাকিব ভাই মাঠে উপস্থিত থাকাটাই গুরুত্বপূর্ণ: সোহান

সাকিব আল হাসান রংপুর রাইডার্সের অধিনায়কত্ব করছেন না। চোখের সমস্যায় ব্যাটিংটাও করতে পারছেন না ঠিকভাবে। সাকিবকে তাই বলতে গেলে কেবল বোলার হিসেবেই খেলাচ্ছে রংপুর রাইডার্স।

Advertisement

তবে সাকিবের মতো একজন ক্রিকেটার মাঠে থাকাটাই যে অনেক কিছু, সংবাদ সম্মেলনে একবাক্যে সেটাই বোঝাতে চাইলেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান।

সাকিব যতই অফফর্মে কিংবা নিষ্প্রভ থাকুন, সংবাদ সম্মেলনে বেশিরভাগ প্রশ্ন ছিল তাকে নিয়েই। সাকিব নামটাই যে অনেককিছু! একপর্যায়ে তো সোহান বলেই ফেললেন- ‘সাকিব ভাইকে অনুরোধ করব আগামী সংবাদ সম্মেলনে যেন উনি আসেন (প্রশ্ন উত্তর দিতে)।’

এমনিতেও মাঠে থাকলে অধিনায়ককে টুকটাক সাহায্য করেন। তবে সাকিবকে আজ যেন একটু বেশিই সক্রিয় দেখা গেলো। বেশ কয়েকবার ফিল্ড প্লেস করতেও দেখা যায় তাকে।

Advertisement

দলে সাকিবের এই ইনভলভমেন্ট নিয়ে বলতে গিয়ে সোহানের কথা, ‘দেখেন, সাকিব ভাই ওয়ার্ল্ডের বেস্ট অলরাউন্ডার। স্টিল এখনও অলরাউন্ডার। হ্যাঁ, বাট উনি চোখের সমস্যার জন্য একটু স্ট্রাগল করতেছেন। তবে আমার কাছে মনে হয় যে, আমাদের টিমের জন্য মাঠে তার উপস্থিত থাকাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

শেষ ওভারে সাকিবের সঙ্গে কী কথা হয়েছে? এমন প্রশ্নে সোহান বলেন, ‘অবশ্যই যেটা বললাম যে, আমাদের টিমের ভেতরে সবাই ইনভলভড এবং সবাই সবার জায়গা থেকে কথা বলে। আল্টিমেটলি ওই কথাগুলোতো হয়। মাঠের সিচুয়েশন অনুযায়ী যেটা ডিমান্ড করে সেটাই। ওই সময় ওই কথাটাই হয়।’

সোহান আরও বলেন, ‘ক্রিকেটটা টিম গেম। প্লেয়াররা কতটুকু সাপোর্টিভ, একজন একজনকে ব্যাক করবে বা আমার কাছে মনে হয় যে একসাথে হয়ে থাকবে। আমার কাছে মনে হয় যে, রংপুর রাইডার্স সব সময় একটা লক্ষ্যই থাকে যে সব সময় দল হয়ে খেলা।’

‘আমার কাছে মনে হয় যে, সবার যে ইনভলভমেন্ট; নবি বলেন, বাবর আজম বলেন সাকিব ভাই বলেন, ইভেনচুয়ালি ব্র্যান্ডন কিং বলেন- সবাই আসলে খুব বেশি আমাদের টিমের সঙ্গে ইনভলভ। যার কারণে আমার কাছে মনে হয় সবাই সবার সাজেশনটা দেয়। এটা আসলে আমাকে মাঠে অনেক বেশি সঠিক ডিসিশনটা নিতে সাহায্য করে। একটা দল তখনই ভালো করে যখন একটা ফ্যামিলি হয়ে উঠতে পারে।'

Advertisement

শুধু সাকিব নন, বাবর আজম, মোহাম্মদ নবিদের কাছ থেকেও সময়ে সময়ে পরামর্শ আসে; জানিয়ে সোহান বলেন, ‘অবশ্যই সাজেশনগুলো আসে। আমরা ডিসকাস করি এবং আমার কাছে মনে হয় যে অবশ্যই টিমের জন্য সবাই ভালো করতে চায়। এবং টীমের জন্য… জিনিসটা এমন না যে আজ জিতেছি বলে হান্ড্রেড পার্সেন্ট, যে ডিসিশনগুলো নিছি সেগুলো ওকে। আমার মনে হয় যে টিমের ভালোর জন্য আলোচনা করা হয়, সেখান থেকে যে আউটপুটগুলো আসে, সেগুলো থেকে বেস্টটা নেওয়ার চেষ্টা করি।’

এমএমআর/আইএইচএস/