জাগো জবস

৯ পদে জনবল নেবে সেতু কর্তৃপক্ষ

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ৯টি পদে কিছুসংখ্যক জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষপ্রকল্পের নাম: পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প পদের নাম: হিসাবরক্ষকপদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে ২য় শ্রেণির স্নাতক/সমমানঅভিজ্ঞতা: ০৩ বছরবয়স: ১৮-৩০ বছর।পদের নাম: সার্ভেয়ারপদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: সার্ভে ডিপ্লোমা/আমিনশীপসহ এসএসসি/সমমানবয়স: ১৮-৩০ বছর।পদের নাম: ড্রাফটস ম্যানপদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান/ট্রেড কোর্সঅভিজ্ঞতা: ০২ বছরবয়স: ১৮-৩০ বছর।পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা: ০৩ জনশিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমানবয়স: ১৮-৩০ বছর।পদের নাম: হিসাব সহকারীপদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে ২য় শ্রেণির স্নাতক/সমমানঅভিজ্ঞতা: ০২ বছরবয়স: ১৮-৩০ বছর।পদের নাম: ফটোকপি অপারেটরপদসংখ্যা: ০২ জনশিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমানঅভিজ্ঞতা: ০২ বছরবয়স: ১৮-৩০ বছর।পদের নাম: গাড়ি চালকপদসংখ্যা: ০৪ জনশিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানঅভিজ্ঞতা: ০৫ বছরবয়স: ১৮-৩০ বছর।পদের নাম: চেইন ম্যানপদসংখ্যা: ০৩ জনশিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানবয়স: ১৮-৩০ বছর।পদের নাম: অফিস সহায়কপদসংখ্যা: ০৩ জনশিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণিবয়স: ১৮-৩০ বছর।আবেদনের ঠিকানা: প্রকল্প পরিচালক, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প, সেতু ভবন, নিউ এয়ারপোর্ট রোড, বনানী, ঢাকা-১২১২।বিস্তারিত: প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.bba.gov.bd থেকে জানতে পারবেন।আবেদনের শেষ সময়: ২৮ এপ্রিল ২০১৬সূত্র: যুগান্তর, ০৯ এপ্রিল ২০১৬এসইউ/এমএস

Advertisement