খেলাধুলা

ফের সিলেটে দর্শক উন্মাদনা, আলোর ঝলকানিতে উৎসবমুখর পরিবেশ

আন্তর্জাতিক ম্যাচ হোক কিংবা বিপিএল- সিলেটের মাঠে দর্শক উন্মাদনা থাকে সবসময়ই চোখে পড়ার মতো। ঢাকা পর্বে সিলেট স্ট্রাইকার্স টানা দুই ম্যাচ হারের পরও নিজেদের দলকে সমর্থন দিতে দর্শকরা হাজির হয়েছিলেন লাক্কাতুরার চা বাগানে ঘেরা স্টেডিয়ামে।

Advertisement

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দর্শকদের সেই স্রোত অবশ্য কাজে লাগাতে পারেনি মাশরাফি বিন মর্তুজার দল। কুমিল্লার কাছে বড় ব্যবধানে হেরে যায়। যার ফলশ্রুতিতে পরের ম্যাচে তেমন দর্শক আসেননি মাঠে।

ম্যাচের পর সিলেটের টপঅর্ডার জাকির হাসান বলেছিলেন, দিনের প্রথম ম্যাচ বলেই হয়তো দর্শক কম হয়েছে। আজকের ম্যাচে আবার দর্শকরা তাদের সমর্থন দিতে ছুটে আসবেন, এমন আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি।

আজ (মঙ্গলবার) ঠিকই গ্যালারি ভরে গেছে দর্শকে। দিনের প্রথম ম্যাচ থেকেই অবশ্য অনেকটাই পূর্ণ হয়ে যায় গ্যালারি। বাবর আজম, সাকিব আল হাসানদের মতো তারকায় ঠাসা রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচ ছিল আরেক বড় দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের; যে দলে খেলেন লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ানের মতো সুপারস্টাররা।

Advertisement

ফলে আজ প্রথম ম্যাচেই দর্শক উপস্থিতি আস্তে আস্তে বাড়তে থাকে। পশ্চিম দিকের গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পূর্বদিকেও নিচের সারি প্রায় পুরোটা ভরা। ওপরে ছাউনিযুক্ত গ্যালারিতে টিকিটের দাম একটু বেশি হওয়ায় দর্শক স্বাভাবিকভাবেই একটু কম এসেছে। তারপরও অর্ধেকের বেশি পূর্ণ ওই গ্যালারি।

পাহাড় টিলা কেটে বানানো গ্রিন গ্যালারিতেও উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এসেছেন। আর স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স সন্ধ্যার ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামার পর তো স্টেডিয়ামে রীতিমত উৎসবের আমেজ।

মোবাইল জ্বালিয়ে জোনাকির মত টিমটিম আলো বানিয়েছেন দর্শকরা। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন সিলেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রতি বলে বলেই চিৎকার আর স্লোগানে স্টেডিয়াম কাঁপাচ্ছেন স্বাগতিক দর্শকরা।

এমএমআর/আইএইচএস/

Advertisement