খেলাধুলা

যে কারণে কুমিল্লার একাদশে ছিলেন না ইমরুল

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সফলতম অধিনায়ক। ইমরুল কায়েসকে ঘরের ছেলেই বানিয়ে ফেলেছে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি। সাকিব-তামিমরা ফ্র্যাঞ্চাইজি বদল করলেও ইমরুল এবারও তার আপন ঠিকানায়।

Advertisement

তবে সফলতম এই অধিনায়ক এবার নেতৃত্ব হারিয়েছেন। ইমরুলের পরিবর্তে কুমিল্লার অধিনায়ক হিসেবে চলতি আসরে দায়িত্ব পালন করছেন লিটন দাস। ইমরুল অবশ্য শুরু থেকেই খেলোয়াড় হিসেবে একাদশে ছিলেন।

প্রথম দুই ম্যাচে ফিফটি, পরের ম্যাচেও খেলেন ৩০ রানের ইনিংস। সেই ইমরুলকেই আজ (মঙ্গলবার) রংপুর রাইডার্সের বিপক্ষে একাদশে দেখা গেলো না। তবে কি ইমরুল অধিনায়কত্বের পর একাদশেও জায়গা হারালেন?

খোঁজ নিয়ে জানা গেলো, বাদ নয়, চোটের কারণে আজকের ম্যাচে খেলতে পারেননি ইমরুল। তার পায়ে হালকা চোট রয়েছে।

Advertisement

ইমরুলের বদলে আজ একাদশে জায়গা পেয়েছিলেন তরুণ উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। তিনি আবার আজ ফিফটিও করেছেন। ফলে ফিট হয়ে উঠলেও পরের ম্যাচে একাদশে ইমরুলকে ফিরিয়ে আনা বেশ কঠিন হবে।

এমএমআর/আইএইচএস/