দেশজুড়ে

শিবচরে ৩ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মাদারীপুরের শিবচর উপজেলার অনিবন্ধিত তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে শিবচরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব ক্লিনিক সিলগালা করা হয়।

ভ্রাম্যামাণ আদালত সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে শিবচর উপজেলার পাচ্চর এলাকার মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শাহ্ নেছার (রহঃ) হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, শিবচর সদরের কলেজ রোড এলাকার শিবচর হেলথকেয়ার লিমিটেডের স্বাস্থ্য অধিদপ্তরের কোনো লাইসেন্স না থাকায় সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শিবচর উপজেলা সহকারী কমিশনার রিয়াজুর রহমান ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় শিবচর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা আক্তার, উপজেলা স্যানিটারি ইন্সেপেক্টর ফজলুল হক উপস্থিত ছিলেন।

Advertisement

এ বিষয়ে রিয়াজুর রহমান বলেন, ঐ তিনটি ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য অধিদপ্তরের কোনো লাইসেন্স না থাকায়, সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এনআইবি/জেআইএম