অর্থনীতি

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের সিইও’র অনুমোদন পেলেন বদিউজ্জামান লস্কর

এক্সপেস ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মো. বদিউজ্জামান লস্করের নিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। রোববার (২৮ জানুয়ারি) এই নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে।

Advertisement

এর আগে ২০২৩ সালের ৪ অক্টোবর পরিচালনা পর্ষদের ৩০৫তম সভায় তাকে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে এক্সপ্রেস ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ।

বিমা কোম্পানিটির পাঠানো এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বদিউজ্জামান লস্কর ২০১৩ সালের ১ জানুয়ারি সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও দিলকুশা শাখা প্রধান হিসেবে এক্সপ্রেস ইন্স্যুরেন্সে যোগদান করেন।

পরে তাকে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি ও কোম্পানির কাকরাইল শাখা প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি ২০২০ সালের ১ জানুয়ারি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন এবং জানুয়ানি ২০২১ হতে হেড অব মার্কেটিং হিসেবে দায়িত্ব পালন করেন।

Advertisement

বদিউজ্জামান লস্কর ২ মে ১৯৯৫ সালে বাংলাদেশ কো-অপারেটিভ ইন্সুরেন্স কোম্পানির ডেপুটি ম্যানেজার পদে যোগদানের মাধ্যমে বীমা পেশায় কর্ম জীবন শুরু করেন। ১৯৯৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বীমা কোম্পানিটিতে কর্মরত ছিলেন।

পরে ১৯৯৭ সালের ১ অক্টোবর তিনি নর্দান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও এলিফ্যান্ট রোড শাখা প্রধান হিসেবে যোগদান করেন এবং ১৯৯৯ সালের ৩০ নভেম্বর পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন।

১৯৯৯ সালের ১ ডিসেম্বর তিনি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও এলিফ্যান্ট রোড শাখা প্রধান হিসেবে যোগদান করেন এবং ২০০১ ৩১ জুলাই পর্যন্ত তিনি কোম্পানিটিতে কর্মরত ছিলেন।

এরপর তিনি ২০০১ সালের ১ আগস্ট সিনিয়র জেনারেল ম্যানেজার ও লোকাল অফিস শাখা প্রধান হিসেবে তাকাকুল ইসলামী ইন্স্যুরেন্সে যোগদান করেন এবং হেড অব মার্কেটিং হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি উক্ত কোম্পানিতে ২০১২ ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মরত ছিলেন।

Advertisement

বদিউজ্জামান লস্কর গোপালগঞ্জ জেলার মকসুদপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কমার্স কলেজ থেকে এইচএসসি এবং শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে সমাজ বিজ্ঞান ও নৃ-বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন।

এছাড়া তিনি বিমা বিষয়ক বিভিন্ন সভা-সেমিনারে যোগদান করেন।

এমএএস/ইএ/জিকেএস