জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ০৯ এপ্রিল ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? উত্তর : কাঠমুন্ডু। ২. প্রশ্ন : টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? উত্তর : নাফ। ৩. প্রশ্ন : কম্পিউটার এর স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে? উত্তর : ROM. ৪. প্রশ্ন : সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লী তৈরি করা হয়েছে কোন রাষ্ট্রে? উত্তর : জাপান। ৫. প্রশ্ন : ফটোইলেকট্রিক কোষের ওপর আলোক পড়লে কী উৎপন্ন হয়? উত্তর : বিদ্যুৎ। ৬. প্রশ্ন : যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের কী বলা হয়? উত্তর : আইসোটোন। ৭. প্রশ্ন : চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন? উত্তর : বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে। ৮. প্রশ্ন : লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায়? উত্তর : কালো। ৯. প্রশ্ন : বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী ধাতু দিয়ে তৈরি? উত্তর : টাংস্টেন। ১০. প্রশ্ন : জারণ বিক্রিয়ায় কী ঘটে? উত্তর : ইলেক্ট্রন বর্জন। ১১. প্রশ্ন : কোনটি ক্ষারকীয় অক্সাইড? উত্তর : MgO. ১২. প্রশ্ন : কোন ধাতু পানি অপেক্ষা হালকা? উত্তর : সোডিয়াম। ১৩. প্রশ্ন : পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসাবে কোন ধাতু ব্যবহার করা হয়? উত্তর : সোডিয়াম। ১৪. প্রশ্ন : কোন বিজ্ঞানী রোগ-জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন? উত্তর : লুই পাস্তুর। ১৫. প্রশ্ন : সুষম খাদ্যের উপাদান কয়টি? উত্তর : ৬ টি। ১৬. প্রশ্ন : গ্রীন হাউজে গাছ লাগানো হয় কেন? উত্তর : অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য। ১৭. প্রশ্ন : পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি? উত্তর : আলিবার্ড হল। ১৮. প্রশ্ন : সূর্যপৃষ্ঠের উত্তাপ কত? উত্তর : ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড। ১৯. প্রশ্ন : জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়? উত্তর : ৬ ঘণ্টা ১৩ মিনিট। ২০. প্রশ্ন : কোনটি বায়ুর উপাদান নয়? উত্তর : ফসফরাস।এসইউ/এমএস

Advertisement