সম্প্রতি গুঞ্জন উঠেছে যে, লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের হামলার হামলার লাগাম টানতে ইরানকে চাপ প্রয়োগ করছে চীন। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে তেহরান। ওই অঞ্চলে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত জাহাজেও হামলা চালানো হচ্ছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার কারণে চীনা জাহাজ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
Advertisement
আরও পড়ুন: ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ২
তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, এ ধরনের দাবি একেবারেই ভিত্তিহীন এবং এটা কোথা থেকে এসেছে তা স্পষ্ট নয়। তিনি উল্লেখ করেছেন যে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
কানানি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং চীন অভিন্নতা ও যৌথ উন্নয়নের সমর্থক দুটি দেশ হিসেবে আঞ্চলিক ও আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, শান্তিপূর্ণভাবে সংঘাতের সমাধান এবং নতুন উত্তেজনা মোকাবিলায় আমাদের প্রতিশ্রুতি ঘোষণা করেছে।
Advertisement
এর আগে জানা যায় যে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লাগাম টানতে এবার চীনের কাছে সাহায্য চাইছে যুক্তরাষ্ট্র। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করতে ইরান যেন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বোঝায় সেজন্য তেহরানকে বোঝাতে বার বার চীনের কাছে সহায়তা চেয়ে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু এ বিষয়ে বেইজিংয়ের কাছ সহায়তা পাওয়ার কোনো ইঙ্গিত মেলেনি।
ফিন্যান্সিয়াল টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক বৈঠকে ইন্টারন্যাশনাল লিয়াইসন ডিপার্টমেন্ট অব চায়নাস কমিউনিস্ট পার্টির প্রধান লিউ জিয়ানচাওয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন হোয়াইট হাউজের কর্মকর্তারা।
গত সপ্তাহে এক বিবৃতিতে লোহিত সাগরের রুটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানায় চীন। বিশ্বব্যাপী জাহাজ চলাচলের ১৩ শতাংশই লোহিত সাগরকে কেন্দ্র করে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সেখানে নির্বিচারে অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার ৫শ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
Advertisement
এদিকে ইসরায়েল এবং হামাসের সংঘাতে হামাসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আসছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হুথিরা বলছে, লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত জাহাজে হামলার ঘটনা মানবিক এবং এটা তাদের নৈতিক দায়িত্ব।
আরও পড়ুন: ইরাকে বিমান ঘাঁটিতে হামলা, কয়েকজন মার্কিন সেনা আহত
তবে লোহিত সাগরে হুথিদের হামলার পাল্টা জবাব হিসেবে ইয়েমেনে এই গোষ্ঠীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য।
টিটিএন