বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিতরণ ব্যবস্থাকে স্মার্ট বিতরণ ব্যবস্থায় রূপান্তরের লক্ষ্যে ইতালিভিত্তিক সেসি-এসপিএ ও বাংলাদেশভিত্তিক এস.এস সল্যুশন লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়েছে।
Advertisement
সোমবার (২৯ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানায়, এই চুক্তির মাধ্যমে স্মার্ট বিতরণ ব্যবস্থার সম্ভাব্যতা যাচাই এবং নকশা প্রণয়নের গুরুত্বপূর্ণ কাজ করা হবে। সেইসাথে গবেষণা থেকে পাওয়া যাবে প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্প তৈরির দিকনির্দেশনা। চুক্তিটি বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে শক্তিশালী ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চুক্তি সই অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ মন্ত্রণালয়ের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Advertisement
এনএস/এমআরএম/জেআইএম