শাহজাহান জাঙিয়া পরিতেন নাপরীক্ষায় প্রশ্ন এলো- শাহজাহান সম্পর্কে দু-লাইনে লেখো। ক্লাসের ফার্স্টবয় লিখলো, ‘যুদ্ধে হারিয়া শাহজাহান ভাঙিয়া পড়িতেন না।’তার ঠিক পেছনে বসে নকলে ভরসা রাখা ছাত্র লিখলো, ‘যুদ্ধে হারিয়া শাহজাহান জাঙিয়া পরিতেন না।’****খালি ট্যাক্সি পেলাম নাকর্তা : যা তো কাবিলা, একটা খালি ট্যাক্সি নিয়ে আয়।কিছুক্ষণ পর-কাবিলা : স্যার, একটাও খালি ট্যাক্সি পেলাম না, ড্রাইভারের সিটে কেউ না কেউ ঠিক বসেই আছে।****কিছু শোনাই যাচ্ছিল নাএক বাড়িতে ডাকাতি হয়েছে। প্রতিবেশীর বাড়িতে অনুসন্ধানের কাজে গেছেন গোয়েন্দা-গোয়েন্দা : গত রাতে পাশের বাড়ি থেকে আপনারা কোনো শব্দ শুনতে পেয়েছেন?প্রতিবেশী : নাহ! গোলাগুলি, চিৎকার আর ওদের কুকুরটার চেঁচামেচির যন্ত্রণায় কিছু শোনাই যাচ্ছিল না!*****পালক ছেঁটে দেবেএক মোরগ আর এক হাঁসকে অপরাধ করার জন্য জেলখানায় ঢোকানো হয়েছে। তাদের মন খুব খারাপ। হাঁসটি মোরগকে জিজ্ঞেস করল-হাঁস : আচ্ছা ভাই, এরা কি আমাদের পালক ছেঁটে দেবে?মোরগ : আমি তো ঠিক বলতে পারব না; তুমি বরং ঐ কোণায় বসে থাকা ইঁদুরটাকে জিজ্ঞেস কর।হাঁস তখন ইঁদুরকে জিজ্ঞেস করল-হাঁস : আচ্ছা ইঁদুর ভাই, এরা কি আমাদের পালক ছেঁটে দেবে?ইঁদুর : আমি ইঁদুর নই, আমি সজারু!এসইউ/এমএস
Advertisement