বিবিধ

স্বেচ্ছাশ্রমে তৈরি বাঁশের সাঁকো, ভোগান্তি কমলো এলাকাবাসীর

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের মাহিল্যায় আহমদিয়া প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে রোববার (২৮ জানুয়ারি) স্বেচ্ছাশ্রমে একটি সাঁকো তৈরি করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

মাহিল্যা আহমদীয়া প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগিতায় স্কুলের ছাত্র এবং চাকমা অভিভাবকদের স্বেচ্ছাশ্রমে সাঁকো তৈরির কাজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা নিরলস কাজের মাধ্যমে সম্পন্ন হয়।

এ সাঁকোর মাধ্যমে মাহিল্যা-কবিরপুর এবং বড় মাহিল্যা ও চাকমা পাড়ার দুই পাড়ের যোগাযোগ ব্যবস্থার একটি সহজ মাধ্যম হয়েছে। এই সাঁকো দিয়ে বড় মাহিল্যা চাকমা পাড়ার শিক্ষার্থীরা স্বাচ্ছন্দে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে। এখন পারাপার হতে আর নৌকার জন্য তাদের অপেক্ষা করতে হবে না। এতে ছাত্র-ছাত্রী এবং অত্র এলাকাবাসী খুশি এবং আনন্দিত। এলাকাবাসী মাহিল্যা আহমদিয়া বিদ্যালয়ের পরিচালনা কমিটি এবং প্রধান শিক্ষককে ধন্যবাদ জানানোর পাশাপাশি এ মহৎ কাজের জন্য তারা ভূয়সী প্রশংসা করেন।

জেএইচ/এসএম

Advertisement