রাজনীতি

সরকারের ‘নতজানু পররাষ্ট্রনীতির’ কারণে বারবার সীমান্তে হত্যাকাণ্ড

বারবার সীমান্তে হত্যাকাণ্ড সরকারের ‘নতজানু তোষণনীতি পররাষ্ট্রনীতির’ কারণে ঘটছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

Advertisement

রোববার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে দলটির মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ অভিযোগ করেন।

সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত হওয়ার কয়েক দিনের মধ্যে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে রবিউল ইসলাম টিকলু (৩৪) নামে এক বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এ অভিযোগ করেন তারা।

আরও পড়ুন>> বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত

Advertisement

এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, সীমান্তে বিজিবি সদস্য হত্যার কয়েক দিনের মধ্যে আরও এক যুবককে বিএসএফ হত্যা করলো। এটা কীসের আলামাত? সরকারের কাছে দেশবাসী জানতে চায়। বারবার সীমান্তে হত্যাকাণ্ড সরকারের ‘নতজানু তোষণনীতি পররাষ্ট্রনীতির’ কারণে ঘটছে। সীমান্তে হত্যারোধে সরকার চরমভাবে ব্যর্থ। কিন্তু বিজিবি কী করে? তারা কেন পাল্টা গুলি করে না, তাদের সাহস কে কেড়ে নিলো? বিগত সময়ে দেখা গেছে বিএসএফ এত সাহস দেখাতো না।

তারা বলেন, জনগণের প্রত্যাখ্যাত সরকারের নতজানু পররাষ্ট্রনীতি দেশের কোটি কোটি মানুষকে সীমান্তে ফেলানীর মতো কাঁটাতারে ঝুলিয়ে রাখবে, সেদিন বেশি দূরে নয়।

দলটির এ দুই শীর্ষ নেতা বলেন, বিএসএফের হত্যাকাণ্ড রুখে দিতে হবে। ভারত সরকার বাংলাদশের সঙ্গেই পারে! সাহস থাকলে পাকিস্তান কিংবা চীনের দিকে ফাঁকা গুলি করে দেখাক। কিন্তু সে সাহস তাদের নেই। বাংলাদেশের দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই নরমের জমনীতি বাংলাদেশের ক্ষেত্রে ভারত প্রয়োগ করে।

এসএম/ইএ/জেআইএম

Advertisement