জাতীয়

নোয়াখালীর হত্যা মামলার আসামি চট্টগ্রামে আত্মগোপন

নোয়াখালীতে হত্যা, ডাকাতি মামলার আসামি ডাকাত সর্দার মো. সুমনকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব-৭। শনিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী থানার রৌফাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

সুমন নোয়াখালী জেলার চাটখীল থানার ভীমপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। হত্যা ও ডাকাতিসহ তার বিরুদ্ধে সাত মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-৭।

র‌্যাব জানিয়েছে, আসামি সুমন লক্ষ্মীপুর জেলার একজন ডাকাত সর্দার। গত ২০১০ সাল থেকে সে ডাকাতি কার্যক্রম শুরু করে এবং ২০১৪ সালে তার নেতৃত্বে দুইটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে ডাকাতি, এলাকায় আধিপত্য বিস্তার এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ে।

তার বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলার সদর থানা ও নোয়াখালী জেলার চাটখিল থানায় সাতটি মামলা রয়েছে। মামলার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেফতার এড়াতে নিজ জেলা নোয়াখালী ছেড়ে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামের হাটহাজারী থানার রৌফাবাদ এলাকায় অবস্থান করছে বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেছে।

Advertisement

ইকবাল হোসেন/এমআরএম/এসএম