ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস। এই মাসে সবারই একটা পরিকল্পনা থাকে তার প্রিয় মানুষটিকে ভালো কিছু উপহার দেওয়ার। আর সেই পরিকল্পনারই একটা অংশ হতে জনপ্রিয় ই-কমার্স সাইট অথবা ডটকম আয়োজন করেছে Joy of valentine campaign.
Advertisement
অনলান গ্রাহক ক্যাম্পেইনজুড়ে পাচ্ছেন আকর্ষণীয় মূল্যছাড়ে কেনাকাটা করার সুযোগ। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই ক্যাম্পেইনটিতে গ্রাহকদের জন্য কেনাকাটায় থাকছে সর্বোচ্চ ৮১ শতাংশ পর্যন্ত, ক্যাশব্যাক অফার, বোগো, ফ্রি ডেলিভারিসহ আরও অনেক অফার। চমৎকার সব অফারের স্টক ফুরিয়ে যাবার আগেই কেনাকাটা করার জন্য ভিজিট করুন।
অফার সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ভিজিট করুন অথবা ডটকমের ভেরিফায়েড ফেসবুক পেজে, অথবা ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ।
এমআরএম/জেআইএম
Advertisement