ক্যাম্পাস

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যসহ শিক্ষকরা অবরুদ্ধ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভা‌বিপ্রবি) বঙ্গবন্ধু হল, শেখ রাসেল হল, মান্নান হল এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এতে উপাচার্যসহ শিক্ষকরা অবরুদ্ধ হয়ে পড়েছেন।

Advertisement

শনিবার (২৭ জানুয়া‌রি) বিকেলে প্রথমে শেখ রাসেল হল, সন্ধ্যায় বঙ্গবন্ধু হল এবং রাত সাড়ে ৮টায় মান্নান হলে তালা দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের দাবি না মেনে নেওয়ায় তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনেও তালা লাগিয়ে দেন।

এসময় শিক্ষার্থীরা আবাসিক হলে খাদ্য, নিরাপদ পানি সরবরাহ ও ইন্টারনেট সেবাসহ ১৪ দফা দাবি জানান।

শিক্ষার্থীরা জানান, তাদের হলে পর্যাপ্ত পানি সরবরাহ নেই। নেই ইন্টারনেট ব্যবস্থা। আবাসিক শিক্ষার্থীদের বাইরে থেকে খাবার কিনে খেতে হয়। এ কারণে তারা এসব বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক করার পরও কোনো সমাধান হয়নি। তাই তারা এ দুই হলে তালা দিয়েছেন। দুই হলের মোট ১৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Advertisement

এদিকে দাবি আদায়ের লক্ষ্যে তিন হলের প্রশাসনিক ভবনেও তালা দিয়ে উপাচার্য কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা অধিদপ্তরের পরিচালক ড. আজিজুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। খুব শিগগির বিষয়টি সমাধান হবে বলে তিনি মনে করেন।

বঙ্গবন্ধু হলে ৪০০, শেখ রাসেল হলে ৫৫০ এবং মান্নান হলে ৫০০ শিক্ষার্থী রয়েছেন।

আরিফ-উর রহমান টগর/এসআর

Advertisement