দেশজুড়ে

যমুনার পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

সিরাজগঞ্জ যমুনা নদীর পুরাতন জেলখানা ঘাট থেকে হার্ড পয়েন্ট মুক্তির সংগ্রাম ভাস্কর্য পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন ইসাবেলা ফাউন্ডেশন।

Advertisement

শনিবার (২৭ জানুয়ারি) সকালে যমুনা নদীর হার্ডপয়েন্টে এ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করেন সাবেক মন্ত্রী পরিষদের সচিব ও ইসাবেলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির বিন আনোয়ার।

এ বিষয়ে কবির বিন আনোয়ার বলেন, সিরাজগঞ্জ আমাদের প্রাণের শহর। এ শহরের হাজার হাজার মানুষ প্রতিদিন বিকেল হলেই নদীর পাড়ে ঘুরতে আসেন। এ কারণে নদীর পাড়ে প্রতিদিন বিভিন্ন আবর্জনাছড়িয়ে ছিটিয়ে থাকে। এসব ময়লা আবর্জনা পরিষ্কার-পরিছন্ন রাখার উদ্দ্যেশ্যে আমাদের এ অভিযান।

এসময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রবিউল আউয়াল, ইসাবেলা ফাউন্ডেশনের সদস্যরাসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Advertisement

পরিচ্ছন্নতা অভিযান শেষে যমুনা পাড়ে পড়ে থাকা পলিথিন, ডাবের খোসা, সিগারেটের টুকরা, প্লাস্টিক ক্যান ও চিপসের প্যাকেট পুড়িয়ে ধ্বংস করা হয়।

এম এ মালেক/এনআইবি/এসএম