অর্থনীতি

বাণিজ্যমেলায় ১৫% ছাড় দিচ্ছে কমফি, থাকছে বাই টু গেট ওয়ান অফার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা উপলক্ষে কমফি প্রিমিয়াম প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় সব বেডিং আইটেম।

Advertisement

এই প্যাভিলিয়নে এক ছাদের নিচে ক্রেতারা পাচ্ছেন ম্যাট্রেস, বালিশ, কোলবালিশ, প্রেগন্যান্সি বালিশ, শিমুল তুলার বালিশ, বেবি সেট, মশারি, কমফোর্টার, বেডশিট, ট্রাভেল নেক পিলোসহ আকর্ষণীয় সব পণ্য।

বেডিং আইটেমের এই বিশাল সমারোহে থাকছে বাই টু গেট ওয়ান ফ্রি, ১৫ শতাংশ মূল্যছাড়সহ নানান সব অফার।

কেএসআর/জেআইএম

Advertisement