খেলাধুলা

যেখানে এক সুতোয় গাঁথা মেসি এবং সাকিব

দুজন দু’প্রান্তের। তাদের কখনো দেখা হওয়ার সুযোগ আদৌ আছে কিনা সন্দেহ। সাকিব আল হাসান মেসির ভক্ত হতে পারেন। তবে সাকিবকে মেসি চেনেন কি না সন্দেহ। তবু পৃথিবীটা তো আসলেই গোলাকার। চলতি পথে কখন কোথায় কার সাথে দেখা হয়ে যায় কিংবা মিল হয়ে যায় সেটা বলা মুশকিল। সাকিব আল হাসান এবং লিওনেল মেসির ক্ষেত্রেও ঠিক তেমনি একটা বিষয়ে মিলে গেলো। হয়তো এরই সুবাধে সাকিব সম্পর্কে মেসিরও জানা-শোনা হয়ে যেতে পারে। তাদের দু’জনের একজন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী, অন্যজন বিশ্বের সেরা অলরাউন্ডার। মূলতঃ দুই প্রান্তের এই দুই তারকাকে এক সুতোয় গেঁথে ফেলেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড হুয়াই। দু’জনই হয়েছেন হুয়াই মোবাইলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। যদিও সাকিব আল হাসান শুধু বাংলাদেশে হুয়াই মোবাইলের ব্র্যান্ড এম্বাসেডর। এ ক্ষেত্রে সাকিবের চেয়ে একটু এগিয়েই রয়েছেন মেসি। পুরো বিশ্বের জন্যই ‘হুয়াই’র ব্রান্ড অ্যাম্বাসেডর হলেন মেসি।  ২০১৬ সালের ১৮ই মার্চ হুয়াই মোবাইলের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন মেসি। এর ঠিক কয়েকদিন পর এপ্রিলের ৫ তারিখে হুয়াইর বাংলাদেশ অঞ্চলের ব্র্যান্ড এম্বাসেডর হলেন সাকিব আল হাসান। বর্তমানে সাকিব কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ শেষে লা লিগার পরবর্তী ম্যাচে নামার লক্ষ্যে বার্সেলোনাতেই রয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আরআর/এমএস

Advertisement