খেলাধুলা

তিন বিদেশির ব্যাটে খুলনার চ্যালেঞ্জিং পুঁজি

অধিনায়ক এনামুল হক বিজয়ের পর ব্যর্থ স্বদেশি মাহমুদুল হাসান জয় এবং আফিফ হোসেনও। তবে তিন বিদেশির ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং পুঁজিই পেয়ে গেছে খুলনা টাইগার্স।

Advertisement

ওপেনিংয়ে নেমে এভিন লুইস খেলেন ২৫ বলে ৩৭ রানের ইনিংস। এরপর দাসুন শানাকার ৩৩ বলে ৪০ আর মোহাম্মদ নওয়াজের ৩৪ বলে ৫৫ রানে ভর করে ৬ উইকেটে ১৬০ রান তুলেছে খুলনা। অর্থাৎ জিততে হলে রংপুর রাইডার্সকে করতে হবে ১৬১।

লাক্কাতুরায় অবস্থিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বিপিএলের সিলেট পর্ব। প্রথম ম্যাচেই টস জিতে খুলনাকে ব্যাট করার আমন্ত্রণ জানায় রংপুর রাইডার্স।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় খুলনা। ওপেনার এনামুল হক বিজয় ৭ বলে শূন্য করে ক্যাচ আউট হন শেখ মেহেদির বলে। রংপুর অফস্পিনারের দ্বিতীয় শিকার মাহমুদুল জয়। ১১ বলে ৭ রান করেন তিনি।

Advertisement

এরপর ৬ বলে ৪ করে হাসান মাহমুদকে উইকেট দিয়ে আসেন আফিফ। মারকুটে এভিন লুইসকে দারুণ এক ডেলিভারিতে উইকেটরক্ষকের ক্যাচ বানান হাসান। ৬৪ রানে ৪টি উইকেট হারিয়ে বসে খুলনা।

পঞ্চম উইকেটে দাসুন শানাকাকে নিয়ে ৫৩ বলে ৭৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ান মোহাম্মদ নওয়াজ। হাসান মাহমুদের ফুলটস বলে বোল্ড হওয়া শানাকা ফিফটি না পেলেও নওয়াজ হাফসেঞ্চুরি পূরণ করতে ভুল করেননি। ৩৪ বলে ৫৫ রানের ইনিংসে ৫টি বাউন্ডারি আর ৩টি ছক্কা হাঁকান পাকিস্তানি অলরাউন্ডার।

হাসান মাহমুদ ২৯ রানে ৩টি আর শেখ মেহেদি ২০ রান দিয়ে নেন দুটি উইকেট।

এমএমআর/আইএইচএস/

Advertisement