রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গাড়িও ভাঙচুর করা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকা কলেজ, সিটি কলেজ ও সায়েন্সল্যাব এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে৷
দুই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে সিটি কলেজের সামনে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধর করে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী। পরে ওই শিক্ষার্থীকে সিটি কলেজে আটকে রাখা হয়। এ খবর ঢাকা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে এগিয়ে যায়। এরই মধ্যে সিটি কলেজের সামনে, সায়েন্সল্যাব এলাকা এবং ঢাকা কলেজের সামনের রাস্তায় কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সায়েন্সল্যাব এলাকায় একটি লেগুনা ও বাসে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা।
ঢাকা কলেজের শিক্ষার্থী মোতাহার বলেন, আমাদের এক সহপাঠীকে সিটি কলেজের ছাত্ররা মারধর করছে, এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে অন্য ছাত্ররা উত্তেজিত হয়ে সিটি কলেজের দিকে চলে যায়।
Advertisement
আরও পড়ুন>> বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকেও বেতন নিচ্ছে সিটি কলেজ!
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘটনা নিয়ে বসেছি। আমাদের যে শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছিল সে এখন আমার অফিসে আছে। পরবর্তী করণীয় নিয়ে আলোচনা চলছে।
এ বিষয়ে জানতে সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর বেদার উদ্দিন আহমেদকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
আরও পড়ুন>> প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে বিভ্রান্তিতে ঢাকা কলেজ
Advertisement
দুই কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের সময় ঘটনাস্থলগুলোতে পুলিশ ছিল। এসময় পুলিশকে শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে নিবৃত করতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে এমন ঘটনা ঘটে আসছে। ঘটনাস্থলে পুলিশ ছিল। সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এনএস/এমএইচআর/জেআইএম