২০২১ সালে প্রণীত জাতীয় শিক্ষাক্রমকে ‘জ্ঞান-বিজ্ঞান ও মনুষ্যত্ব ধ্বংসকারী শিক্ষাক্রম’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একইসঙ্গে সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক ও ধর্মনিরপেক্ষ ধারার গণতান্ত্রিক শিক্ষার দাবি জানিয়েছে বামপন্থি ছাত্র সংগঠনটি।
Advertisement
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে ছাত্র ফ্রন্টের সমাবেশে এসব দাবি জানান সংগঠনের নেতারা।
রোববার (২১ জানুয়ারি) ছিল ছাত্র ফ্রন্টের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। সে উপলক্ষে এ সমাবেশ করে বাসদ (মার্কসবাদী) সমর্থিত ছাত্র ফ্রন্ট। এর আগে লাল পতাকা র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, দিন দিন শিক্ষার মান ক্রমাগত ধ্বংস হচ্ছে। শিক্ষা ধ্বংসের জাতীয় শিক্ষাক্রম-২০২১ চালু করা হয়েছে, যেখানে বিজ্ঞান শিক্ষার শুরুত্ব কমানো হয়েছে। পাস-ফেল প্রথা তুলে দেওয়া হয়েছে।
Advertisement
বক্তারা আরও বলেন, নতুন শিক্ষাক্রমে নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান শিক্ষার গুরুত্বকে খর্ব করা হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পরপর দুটি পাবলিক পরীক্ষা বাতিল, ত্রিভুজ-বৃত্ত-চতুর্ভুজ ইত্যাদি চিহ্নের মাধ্যমে মূল্যায়ন পদ্ধতি বাতিল, নম্বরভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালু করতে হবে। এ শিক্ষাক্রমে শিক্ষার সর্বজনীন অধিকার থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হবে। ঝরে পড়ার হার বাড়বে। শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্ব ধ্বংস করবে।
বক্তারা পাঠ্যপুস্তকে মনীষীদের জীবন সংগ্রাম অন্তর্ভুক্ত করা, পুনঃভর্তির নামে ফি আদায় বাতিল, গাইবান্ধায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও সর্বজনীন-বিজ্ঞানভিত্তিক-সেক্যুলার-গণতান্ত্রিক একই ধারার শিক্ষাব্যবস্থা চালুর লক্ষ্যে লড়াই-সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।
ছাত্র ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড নিলুফার ইয়াসমিন শিল্পী, ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী, সংগঠনের গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি কলি রানী, সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ।
শামীম সরকার শাহীন/এসআর/এমএস
Advertisement