বিনোদন

ফারুকী এখন বিপদমুক্ত: তিশা

চলচ্চিত্রনির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। চিকিৎসক জানিয়েছিলেন তার স্ট্রোক হয়েছে।

Advertisement

কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক মঙ্গলবার (২৩ জানুয়ারি) গণমাধ্যমে বলেন, ‘বর্তমানে মোস্তফা সরয়ার ফারুকী নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানিয়েছেন, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তবে সার্জারির প্রয়োজন নেই। কিন্তু আরেকটু স্টেবল হতে ৭২ ঘণ্টা সময় লাগবে। এরপর সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হতে পারে।’

আজ (২৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিশা লিখেছেন, প্রতিটা মানুষের জীবনে মেঘ আসে, আবার মেঘ চলেও যায়, শুধু একটু ধৈর্য ধরতে হয়। আপনাদের দোয়ায় মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত আল‌‌‌হামদুলিল্লাহ। কিছু দিন বিশ্রামের প্রয়োজন। তারপর আবারও সে কাজে ফিরবে ইনশাআল্লাহ। অনেকেই আমাকে ফোন এবং এসএমএস করেছেন।অনেকেরই ফোন ও এসএমএসের উত্তর দিতে পারিনি। তার জন্য দুঃখিত। সবাইকে অনেক ধন্যবাদ এত দোয়া আর ভালোবাসার জন্য।

ফারুকী দীর্ঘ ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। তার নির্মাণ করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো মধ্যে রয়েছে ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ ইত্যাদি।

Advertisement

কিছুদিন আগে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। নির্মাণের পাশাপাশি প্রথমবারের মতো সেটিতে অভিনয় করেন তিনি। যেখানে তার সঙ্গে দেখা মিলেছে তিশার। এখানে ফারুকীর অভিনয়ও বেশ প্রশংসা কুড়ায়। ২০১০ সালে ১৬ জুলাই নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ভালোবেসে বিয়ে করেন। ইলহাম নুসরাত ফারুকী নামের তাদের এক সন্তান রয়েছে।

এমআই/এমএস