ধর্ম

নারীদের জন্য সিজদায় কনুই বিছিয়ে রাখা কি নিষিদ্ধ

নামাজের সিজদায় নারীদের জন্য কনুই বিছিয়ে রাখা নিষিদ্ধ নয়। বরং নারীদের জন্য সিজদার সময় কনুইসহ উভয় বাহু জমিনের সাথে মিলিয়ে রাখাই সুন্নত। ইয়াজিদ ইবনে আবু হাবিব (রহ.) বলেন, একবার আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নামাজরত দুই নারীর পাশ দিয়ে যাওয়ার সময় তাদেরকে সংশোধন করার জন্য বলেছেন, যখন তোমরা সিজদা করবে তখন শরীর জমিনের সাথে মিলিয়ে রাখবে। নারীরা এ ক্ষেত্রে পুরুষদের মতো নয়। (সুনানে আবু দাউদ: ৮০)

Advertisement

পুরুষের জন্য সিজদার সময় কনুই জমিন থেকে পৃথক রাখতে হয়। সিজদায় কনুই জমিনে বিছিয়ে রাখা পুরুষের জন্য মাকরুহ তাহরিমি। আনাস (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, বলেছেন, সিজদায় (অঙ্গ প্রত্যঙ্গের) সামঞ্জস্য রক্ষা কর এবং তোমাদের মধ্যে কেউ যেন দুহাত কুকুরের মত বিছিয়ে না দেয়। (সহিহ বুখারি: ৭৮৪)

তবে কারো ওজর থাকলে কনুই বিছিয়ে সিজদা করতে পারে।

ওএফএফ/জেআইএম

Advertisement