সাহিত্য

মোমিন মেহেদীর কবিতা: তাকে ছুঁয়ে দিতে পারিনি

আমার ইচ্ছে ছিল ছুঁয়ে দেবো; ছুঁয়ে দেবো সারারাত; ছুঁয়ে দেবো জীবনের প্রতিক্ষণে;ছুঁয়ে দেবো পায়ের আঙুলছুঁয়ে দেবো টাখনুর গোড়াতারপর ক্রমে ক্রমেতার কিছু ওপরেতারও কিছু ওপরেক্রমে ক্রমে নাভিছুঁয়ে দেবো তার ঠোঁটে জ্যোৎস্নাতার দু’টো চাঁদচাঁদের বুকে নদী...

Advertisement

আমি তাকে ছুঁয়ে দিতে পারিনি। তার আগেই বিদায়ের বিবিধ কারণ...প্রথমতআমার উচ্চতাদ্বিতীয়তআমার আর্থিক বর্তমানতৃতীয়তসারারাত জেগে থাকিএই অপরাধের কাঁধে চড়েই বিদায়ের চিঠি এসেছিলআমি ছুঁয়ে দিতে পারিনি তার টোল পরা গালআমি ছুঁয়ে দিতে পারিনি তার মনের আকাশআমি ছুঁয়ে দিতে পারিনি তার কাজলআঁকা চোখআমি ছুঁয়ে দিতে পারিনি তার তিলপা এবং নাকআমি ছুঁয়ে দিতে পারিনি তার নাকের শীর্ষস্থানআমি ছুঁয়ে দিতে পারিনি তার বুকের ইজেলআমি ছুঁয়ে দিতে পারিনি তার সুঠাম শরীর

আর এ কারণেই ছুটে যেতে চাই তার কাছেযার কাছে জমানো আছে অসংখ্য স্মৃতি...

কবি: ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক পূর্বাভাস।

Advertisement

এসইউ/এমএস