আইন-আদালত

ড. ইউনূসকে নিয়ে মার্কিন সিনেটরদের চিঠি বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ‘হয়রানি বন্ধে’র আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের ১২ সিনেটের চিঠি দেশে বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ বলে মনে করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। বুধবার (২৪ জানুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তিনি এ কথা বলেন।

Advertisement

আইনজীবী বলেন, ১২ সিনেটরের চিঠি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন। ড. ইউনূস দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে সাজা দিয়েছেন। আইনি সুযোগ নিয়ে তিনি এখন জামিনে।

এসময় আইনজীবী মার্কিন সিনেটরদের বাংলাদেশের আদালতে বিচার পর্যবেক্ষণের আহ্বান জানান।

এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) ড. ইউনূসের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি পাঠান যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটরের ১২ সদস্য। সেখানে তারা ইউনূসকে ‘হয়রানি বন্ধে’র আহ্বান জানান।

Advertisement

এফএইচ/জেডএইচ/জেআইএম