দেশজুড়ে

যশোরে ৩ ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা, একটি সিলগালা

যশোরের অভয়নগরে অভিযান চালিয় তিনটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একটি ক্লিনিক সিলগালা করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী নওয়াপাড়া ক্লিনিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে জরিমানা ও সিলগালা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান।

অভিযান শেষে বিকেলে তিনি সাংবাদিকদের বলেন, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিয়ে অপারেশন করানো ও লাইসেন্স নবায়ন না থাকায় বিশ্বাস প্রাইভেট ক্লিনিককে এক লাখ টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। অনুমোদনের অতিরিক্ত বেড রাখা, ডিউটি ডাক্তার না থাকা ও রিএজেন্ট বার কোড না থাকায় নওয়াপাড়া সার্জিক্যাল ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এ হামিদ মেমোরিয়াল ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত বেড রাখা, ওটির অনুমোদন ও ডিউটি ডাক্তার না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যহত থাকবে। কোনো ক্লিনিক যাতে অনিয়ম করতে না পারে সেজন্য কঠোর নজরদারি থাকবে।

Advertisement

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন র্যাব-৬ এর এএসপি ফয়সাল তানভীর, অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, মেডিক্যাল অফিসার মাহফুজুর রহমান সবুজ প্রমুখ।

মিলন রহমান/এনআইবি/জেআইএম