চা-কে কৃষিপণ্য হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন (বিটিএ)।
Advertisement
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের সঙ্গে বৈঠক করে এ দাবি জানান বিটিএ প্রতিনিধিদল।
তারা জানান, কৃষিপণ্য হিসেবে গণ্য করা হলে কৃষিখাতের মতো চা শিল্পেও স্বল্প হারে বা ৪ শতাংশ সুদে ঋণ পাওয়া যাবে এবং চা শিল্প টেকসই ও লাভজনক হবে। বৈঠকে বিটিএ প্রতিনিধিদল চা শিল্পে বিদ্যমান বিভিন্ন সমস্যাও তুলে ধরেন।
এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিটিএ’র প্রতিনিধিদলকে জানান মন্ত্রী।
Advertisement
এসময় কৃষিসচিব ওয়াহিদা আক্তার এবং বিটিএ’র চেয়ারম্যান কামরান টি রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান সালেক আহমেদ আবুল বশরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আরএমএম/এমএএইচ/এমএস