জাতীয়

ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ডব্লিউএইচওর দায়িত্বে সায়মা ওয়াজেদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে আগামী পাঁচ বছরের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন করবেন তিনি।

Advertisement

শনিবার (২০ জানুয়ারি) সায়মা ওয়াজেদকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমানে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন পুনম ক্ষেত্রপাল সিং।

২০২৩ সালের ১ নভেম্বর সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ–পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ডব্লিউএইচওর আঞ্চলিক সম্মেলনে এ নির্বাচন হয়। নির্বাচনে সায়মা ওয়াজেদ ৮-২ ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

এএএম/এমআরএম

Advertisement