তথ্যপ্রযুক্তি

ডেস্কটপে দ্রুত হোয়াটসঅ্যাপ চ্যাট করবেন যেভাবে

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ফোনে খুব সহজে চ্যাট করা গেলেও ডেস্কটপে হোয়াটসঅ্যাপ চ্যাট একটু ঝামেলার বটে। ব্যাক করা, কপি করা, ছবি বা ফাইল আদান-প্রদান একটু সময় সাপেক্ষ। এজন্য কয়েকটি কি-বোর্ড শর্টকাট শিখে রাখতে পারেন।

Advertisement

হোয়াটসঅ্যাপ ওয়েব বেশ কিছু সুবিধাজনক কি-বোর্ড শর্টকাটও অফার করে, যা ব্যবহারকারীদের কিছু কাজ দ্রুত সম্পন্ন করতে দেয়। চলুন জেনে নেওয়া যাক সেসব-

>> একটি নতুন চ্যাট তৈরি করতে Ctrl + N প্রেস করতে হবে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ চ্যানেলে একসঙ্গে ৩ ফিচার 

Advertisement

>> পরবর্তী চ্যাটে যেতে Ctrl + Shift + ] প্রেস করুন।

>> পূর্ববর্তী চ্যাটের জন্য Ctrl + Shift + [ প্রেস করতে হবে।

>> একটি পরিচিতি অনুসন্ধান করতে Ctrl + E প্রেস করতে হবে।

>> যে কোনো চ্যাট মিউট/আনমিউট করতে Ctrl + Shift + M প্রেস করতে হবে।

Advertisement

>> নির্বাচিত চ্যাট মুছতে প্রেস করুন Ctrl + ব্যাকস্পেস।

>> একটি চ্যাটকে আনরিড হিসেবে চিহ্নিত করতে Ctrl + Shift + U প্রেস করতে হবে।

>> একটি নতুন গ্রুপ তৈরি করতে Ctrl + Shift + N প্রেস করতে হবে।

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/জিকেএস