দেশজুড়ে

চিকিৎসকের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর ও চিকিৎসকের ওপর হামলার বিচার দাবিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মানববন্ধন করেছেন চিকিৎসকরা।

Advertisement

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে চিকিৎসকরা এ মানববন্ধন করেন।

আরও পড়ুন: অ্যাম্বুলেন্স থাকলেও না দেওয়ায় হাসপাতালে হামলা

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সাইফুল ইসলাম, ডা. বিশ্বজিৎ রায়, ডা. হাবিব উল্লাহ, ডা. ফারহানা ইসলাম প্রমুখ।

Advertisement

এসময় বক্তারা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর ও চিকিৎসকের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। এছাড়া দোষীদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এর আগে শনিবার (২০ জানুয়ারি) সিলেটের জৈন্তাপুরে গাড়ি খাদে পড়ে চার ছাত্রলীগ কর্মীর মৃত্যুর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর চালায় তাদের অনুসারীরা। এছাড়া স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি পুড়িয়ে দেওয়াসহ অ্যাম্বুলেন্স এবং জানালার কাচ ভেঙে ফেলা হয়।

কামরুজ্জামান আল রিয়াদ/এনআইবি/জিকেএস

Advertisement