আবেদন নাকচ হলে আশ্রয়প্রার্থীদের দ্রুত ফেরত পাঠানোর বিষয়ে জার্মান সরকারের প্রস্তাবে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। এর ফলে, কোনো ব্যক্তির আশ্রয়ের আবেদন নাকচ হলে তাকে দ্রুত ও আরও সহজে নিজ দেশে ফেরত পাঠাতে পারবে জার্মানির কর্তৃপক্ষ।
Advertisement
গত বৃহস্পতিবার জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগে নতুন আশ্রয়প্রার্থী সংক্রান্ত এসব কঠোর নিয়মের অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন>> জার্মানিতে এক বছরে আশ্রয় আবেদন বেড়েছে ৫১ শতাংশ
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেন, যেসব মানুষের জার্মানিতে থাকার আইনি অধিকার নেই, তাদের আরও দ্রুত দেশ ছাড়তে হবে। তার মতে, ‘অবৈধ বহিরাগতদের’ নিজেদের দেশে ফেরত পাঠাতে পারলে যে সম্পদ সাশ্রয় হবে, আশ্রয়ের সত্যি প্রয়োজন রয়েছে, এমন মানুষের জন্য তা কাজে লাগানো হবে।
Advertisement
নতুন পদক্ষেপগুলো অনুমোদনের মাধ্যমে পুলিশের হাতে বাড়তি ক্ষমতা দেওয়া হচ্ছে। ফলে যাদের জার্মানি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তাদের সন্ধান ও পরিচয় নির্ণয় করা আগের তুলনায় সহজ হবে।
আরও পড়ুন>> যেভাবে বদলে যাচ্ছে জার্মানির অভিবাসন নীতি
তাছাড়া বহিষ্কারের নির্দেশের পর কর্তৃপক্ষ বহিরাগতদের ১০ দিনের পরিবর্তে ২৮ দিন পর্যন্ত আটক রাখতে পারবে। ফলে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়ার জন্য আরও সময় পাওয়া যাবে।
নতুন পদক্ষেপগুলোর ফলে বছরে বাড়তি প্রায় ৬০০ মানুষকে ফেরত পাঠানো যাবে বলে মনে করছে জার্মান সরকার। গত বছর নেওয়া পদক্ষেপের ফলে সেই হার এরই মধ্যে ২৭ শতাংশ বেড়েছে।
Advertisement
সূত্র: ইনফোমাইগ্রেন্টকেএএ/