গাজায় কয়েক মাস ধরে স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েল। বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে চালানো হচ্ছে হামলা। বিশেষ করে উপাত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে। এই যুদ্ধে ইসরায়েলের নিয়মিত সেনা ছাড়াও রিজার্ভ সেনারা অংশ নিয়েছে। বাদ পড়েনি নারীরাও। সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধে ইসরায়েলি নারীরা বড় ভূমিকা পালন করছে।
Advertisement
ইসরায়েলের একটি ব্যাটলিয়নের কমান্ডার জানিয়েছেন, গাজায় যুদ্ধ করার জন্য নারীদের আমরা নিয়ে আসতে পেরেছি, যা অত্যন্ত গর্বের। তিনি বলেছেন, নারীরা পুরুষ সেনাদের মতোই কার্যকর।
গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায় হামাস। এর জবাবে গাজায় অনবরত বোমা হামলা শুরু করে ইসরায়েল। দখলদার বাহিনীর নৃশংসতা থেকে বাদ যাচ্ছে না নারী ও শিশুরাও। গাজায় এরই মধ্যে নিহতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ছাড়িয়েছে।
যদিও এই যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যজুড়ে। হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে লেবানন সীমান্তে। হামলা হচ্ছে সিরিয়া ও ইরাকেও।
Advertisement
তাছাড়া ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজ লক্ষ্য হামলা চালানো হচ্ছে। মার্কিন পদক্ষেপেও বন্ধ হচ্ছে না হুথিদের হামলা।
এদিকে গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৬৫ জন নিহত হয়েছে। একদিন আগের তুলনায় এই সংখ্যা দ্বিগুণ।
এমএসএম/জিকেএস
Advertisement