বিনোদন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ছুরত’

২২ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পিরিচুয়াল চলচ্চিত্র বিভাগে প্রদর্শীত হবে গোলাম রাব্বানীর স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ছুরত’। ১৩ মিনিট ৩০ সেকেন্ডের সিনেমাটি ২৩ জানুয়ারি বিকেল ৫টায় দেখা যাবে জাতীয় জাদু ঘরের সুফিয়া কামাল মিলনায়তনে।

Advertisement

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, নওশাবা আহমেদ, মিজানুর রহমান, রাশেদ সাগর, মুন্না, মানিক সাহা।

আরও পড়ুন: সেন্সর পেল জায়েদ খানের ‘সোনার চর’

সিনেমার পরিচালক গোলাম রাব্বানী বলেন, ‘মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এক রকম মনমানসিকতা নিয়ে দিন শুরু করে। এরপর অফিসে বা কাজে যায়, সেখানে আবার মনমানসিকতার পরিবর্তন হয়, রাতে বাসায় ফেরার পর আরেক দফায় পরিবর্তন ঘটে। এই যে পরিবর্তনগুলো, একই মানুষের হাজারটা রূপ—সেটাই চলচ্চিত্রটিতে তুলে ধরতে চেয়েছি। বলতে পারেন এটাই প্লট।’

Advertisement

আরও পড়ুন: শিল্পকলায় আজ দেখা যাবে ‘গুনজান বিবির পালা’

নীরিক্ষাধর্মী এ সিনেমাটিতে কোনো সংলাপ নেই। দুটি গান ও আবহ সংগীত রয়েছে। গান দুটি গেয়েছেন শম্পা দাস ও রাশেদ সাগর।

এর আগে সিনেমাটি প্রদর্শিত হয়েছিল নেদারল্যান্ডস উৎসব, ম্যানহাটান ফিল্ম ফেস্টিভ্যাল, লন্ডনের লিট উৎসব, চীনের মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যালে।

এমআই/এমএমএফ/জেআইএম

Advertisement