সাহিত্য

শাহানাজ শিউলীর কবিতা: অনভিপ্রেত বোঝা

একটি নতুন কুড়ি মনের ফুল ফোটায়রঙের খেলা জমায়মায়াঞ্জনের ছোঁপ লাগায় আঁখিতেমনে মন বেঁধে, চোখে চোখ রেখেহৃদয়ের বন্ধনে আবদ্ধ দুটি মানুষ।

Advertisement

উন্মাতাল করে মনের বীণা,যৌবনের অমিয় বারিতে দুটি মন ভাসতে থাকে কল্লোলিত সায়রে।একে অপরের যেন হৃদস্পন্দনপ্রেমের জোয়ার আছড়ে পড়ে নারীর বক্ষেযেন এটাই তার শেষ আশ্রয়স্থল।নিবিড় মমতার শক্ত বন্ধন,ক্ষণে ক্ষণে পুলক শিহরণে রোমাঞ্চিত হয় দুটি শরীর।

বক্ষজুড়ে নতুন অতিথির আগমন,নারীর সর্বশ্রেষ্ঠ অলংকার অন্তরাত্মাকে প্লাবিত করে।তারপর জীবন যুদ্ধ শুরু,যেন পলাশীর প্রান্তরে টিকে থাকার কঠিন প্রতিযোগিতা।

ঢাল-তলোয়ার বিহীন এক যুদ্ধপ্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব-নিকাশ,ভালোবাসার সোনালি দিনগুলো বন্দি হতে থাকে লোহার খাঁচায়।প্রণয়ে ভাসতে থাকে নুড়ি-পাথর, ময়লা আবর্জনাদিনগুলো ঢেকে যায় ধূসর মলিনতায়,আস্তে আস্তে যৌবনে ভাটা পড়েবলিরেখার ভাঁজে ভাঁজে নারীর অসহায় জীবন শুরু হয়।

Advertisement

আঁখিতে নেমে আসে দিগন্তহীন আঁধারআর্তিগুলো চাপা পড়ে অনাহারে-অনাদরেনির্বাক কণ্ঠ, অস্পষ্ট দৃষ্টিএরপর অপ্রত্যাশিত, অনভিপ্রেত বোঝায় পরিণত হয়।

এসইউ/জেআইএম