একুশে বইমেলা

অনামিকা সরকার সৃজনের ‘তোমার বিষণ্ণ রোদে’

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে অনামিকা সরকার সৃজনের প্রথম উপন্যাস ‘তোমার বিষণ্ণ রোদে’। বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা দূরবীণ। প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ।

Advertisement

৬ ফর্মার বইটির মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। রকমারি ও বইফেরীতে বইটির প্রি-অর্ডার চলছে। এছাড়া বইমেলায় প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাবে।

আরও পড়ুন: আসছে সালাহ উদ্দিন মাহমুদের দ্বিতীয় প্রবন্ধের বই

বইটি সম্পর্কে অনামিকা সরকার সৃজন বলেন, ‘হৃদয়জনিত ব্যথায় কাবু হয় না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর। আমাদের প্রত্যকেরই লুকোনো কিছু ব্যথা থাকে। সময় এবং ক্ষেত্র বিশেষে ব্যথার পরিমাণ কম-বেশি হলেও ব্যথা তো ব্যথাই। ঠিক তেমনই এক ব্যথা নিয়ে একটা অপরিচিত শহরের অচেনা গলি দিয়ে হাঁটেন আমাদের গল্পের নায়ক।’

Advertisement

অনামিকা সরকার সৃজন একজন কবি ও ঔপন্যাসিক। তার প্রথম কবিতার বই ‘এবং একটি রক্তজবা’ ২০২৩ সালে দূরবীণ থেকে প্রকাশিত হয়েছে। ‘তোমার বিষণ্ণ রোদে’ তার প্রথম উপন্যাস এবং দ্বিতীয় বই।

এসইউ/জেআইএম