খেলাধুলা

ভারতকে হারাতে বাংলাদেশের চাই ২৫২ রান

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-ভারত লড়াই মাঠে গড়িয়েছে আজ (শনিবার)। ব্লুমফন্টেইনে এ ম্যাচে টসভাগ্য সহায় হয় বাংলাদেশের। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ যুব অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।

Advertisement

ভারতকে অল্প রানে আটকে দেওয়ার লক্ষ্য নিয়েই বাংলাদেশ দলপতি প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। তবে ওপেনার আদর্শ সিং আর অধিনায়ক উদয় সাহারানের ফিফটিতে ৭ উইকেটে ২৫১ রানের চ্যালেঞ্জিং পুঁজিই গড়ে ফেলেছে ভারত। অর্থাৎ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৫২।

অথচ টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে বেশ চাপেই ছিল ভারত। পেসার মারুফ মৃধার তোপে ৩১ রানে ২ উইকেট হারিয়ে বসেছিল তারা। সেখান থেকে আদর্শ আর উদয়ের ১১৬ রানের বড় জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত।

৭৬ করে আদর্শ সিং ফিরলে ভাঙে এই জুটি। উদয় আউট হন ৬৪ রানে। এরপর প্রিয়াংশু মলিয়ার ২৩, আরাভেলি আভানিশের ২৩ আর শচিন দাসের শেষদিকে ২০ বলে অপরাজিত ২৬ রানে চ্যালেঞ্জিং পুঁজি পায় ভারত।

Advertisement

বাংলাদেশি পেসার মারুফ মৃধা ৮ ওভার বল করে ৪৩ রান খরচায় একাই নেন ৫টি উইকেট। একটি করে উইকেট শিকার মোহাম্মদ রিজওয়ান আর মাহফুজুর রহমান রাব্বির।

এমএমআর/জেআইএম