ঘন কুয়াশা কেটে যাওয়ায় চার ঘণ্টা পর নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিট থেকে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়।
Advertisement
এর আগে সকাল সাড়ে ১১টা থেকে ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে কোনো উড়োজাহাজ অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি।
এতে বাংলাদেশ বিমান, এয়ার এ্যাস্ট্রা, ইউএস-বাংলা ও নভোএয়ারের ছয়টি উড়োজাহাজের ঢাকাগামী তিন শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের তথ্যমতে, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে দুপুর ১২টায় বিমানবন্দর রানওয়েতে দৃষ্টিসীমা (ভিজিবিলিটি) ছিল মাত্র ৫০০ মিটার। ফলে বিমানবন্দরে কোনো উড়োজাহাজ ওঠানামা করতে না পারায় শিডিউল বিপর্যয় হয়।
Advertisement
এতে দুর্ভোগে পড়েন তিন শতাধিক ঢাকাগামী বিমানযাত্রী। বেলা দেড়টায় দৃষ্টিসীমা বেড়ে এক হাজার ৫০০ মিটারে দাঁড়ায়।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জাগো নিউজকে বলেন, মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল বিমানবন্দর এলাকা। বেলা দেড়টার পর ঘন কুয়াশা কেটে যাওয়ায় উড়োজাহাজ চলাচলের প্রয়োজনীয় দৃষ্টিসীমা পাওয়া যায়। যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়। ঢাকা থেকে সকাল ১১টা পরে সৈয়দুপর বিমানবন্দরে বিমান অবতরণ করে।
আরএইচ/এমএস
Advertisement