একুশে বইমেলা

আসছে সুমাইয়া করিমের ‘অপেক্ষায় বিরামচিহ্ন নেই’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে সুমাইয়া করিমের দ্বিতীয় উপন্যাস ‘অপেক্ষায় বিরামচিহ্ন নেই’। বইটি প্রকাশ করছে রাত্রী প্রকাশনী। প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত।

Advertisement

প্রকাশক জানান, সম্প্রতি রকমারি ডটকমে বইটির প্রি-অর্ডার নেওয়া হচ্ছে। মুদ্রিত মূল্যের ওপর ২৫% ছাড়ে মাত্র ১৮০ টাকায় প্রি-অর্ডারটি চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। তার জীবনধর্মী উপন্যাসটি পাঠক সমাদৃত হবে বলে আশাবাদী।

আরও পড়ুন: তানযীর তুহীনের প্রথম বই ‘আহত কিছু গল্প’ 

সুমাইয়া করিমের জন্ম ঢাকায়। লেখালেখি শুরু হয়েছিল স্কুলজীবন থেকে। বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়োজিত। ‘নিঃশব্দে এসেছিলো সে’ তার প্রথম কাব্যগ্রন্থ। তার প্রথম উপন্যাস ‘গল্পের আড়ালে জীবন’।

Advertisement

বইটি সম্পর্কে লেখক সুমাইয়া করিম বলেন, ‘আপনি চিন্তা করে দেখুন, এই মুহূর্তেও আপনি কোনো কিছুর অপেক্ষায় আছেন। হতে পারে লেখাটি পড়ে শেষ করার অপেক্ষা। মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটি জীবন কাটে বিরামহীন অপেক্ষায়।’

এসইউ/জিকেএস