বিশ্বেজুড়ে ১৮০টি মুদ্রাকে বৈধ বলে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। তবে জনপ্রিয়তা ও ব্যবহারের ব্যাপকতার পার্থক্যের কারণে সব মুদ্রার মান বা শক্তি সমান হয় না। পণ্য, সেবা বা অন্যান্য মুদ্রা বিনিময়ের সময় ক্রয় ক্ষমতার ওপর নির্ভর করে একটি দেশের মুদ্রার মান বা শক্তি পরিবর্তিত হয়।
Advertisement
২০২৪ সালের শুরুতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকা ১০টি মুদ্রার নাম সম্প্রতি প্রকাশ করেছে ফোর্বস ইন্ডিয়া। এতে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে কুয়েতি দিনার।
এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০টি মুদ্রা কী কী-
১. কুয়েতি দিনারবর্তমানে বিশ্বের সবচেয়ে দামি বা শক্তিশালী মুদ্রা হলো কুয়েতি দিনার। ১৯৬০ সালে চালু হওয়া মুদ্রাটি বহু বছর ধরেই বিশ্বের সবচেয়ে মূল্যবান মুদ্রার স্বীকৃতি পেয়ে আসছে। তেলের বিশাল মজুত ও করমুক্ত ব্যবস্থার হাত ধরে কুয়েতের অর্থনৈতিক স্থিতিশীলতা দেশটির মুদ্রার উচ্চ চাহিদা ধরে রেখেছে। বর্তমানে এক কুয়েতি দিনার সমান ৩ দশমিক ২৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫৬ টাকা)।
Advertisement
আরও পড়ুন>> মাত্র ৮ শতাংশ কোটিপতি নিজেদের ধনী মনে করেন: জরিপ
২. বাহরাইনি দিনার আরব উপসাগরের দ্বীপরাষ্ট্র বাহরাইনের মুদ্রা হচ্ছে দিনার। তেল রপ্তানির ওপর নির্ভরশীল দেশটির অর্থনীতি বেশ শক্তিশালী। রয়েছে বিশাল প্রবাসী সম্প্রদায়ও। এসব কারণে আকাশচুম্বি জনপ্রিয়তা নিয়ে বিশ্বের দ্বিতীয় শক্তিশালী মুদ্রার স্বীকৃতি পেয়েছে বাহরাইনি দিনার। বর্তমানে এক বাহরাইনি দিনার সমান ২ দশমিক ৬৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯০ টাকা)।
৩. ওমানি রিয়ালমধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ আরেক দেশ ওমানের মুদ্রার নাম রিয়াল। এটি বিশ্বের তৃতীয় শক্তিশালী মুদ্রা। বর্তমানে এক ওমানি রিয়াল সমান ২ দশমিক ৬০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮৫ টাকা)।
৪. জর্ডানিয়ান দিনারজর্ডানের মুদ্রার নামও দিনার। স্থির বিনিময় হার এবং দেশটির বৈচিত্র্যময় অর্থনীতির জেরে জর্ডানিয়ান দিনারের দাম সবসময়ই চড়া। এটি বর্তমানে বিশ্বের চতুর্থ শক্তিশালী মুদ্রা। বর্তমানে এক জর্ডানিয়ান দিনার সমান ১ দশমিক ৪১ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৪ টাকা)।
Advertisement
আরও পড়ুন>> তেল উৎপাদন আরও কমানোর পথে ওপেক প্লাস
৫. ব্রিটিশ পাউন্ডব্রিটিশ পাউন্ড ব্রিটেনের পাশাপাপশি অন্যান্য দেশ এবং অঞ্চলগুলোতেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর ফলে সেটি হয়ে উঠেছে বিশ্বের পঞ্চম শক্তিশালী মুদ্রা। বর্তমানে এক ব্রিটিশ পাউন্ড সমান ১ দশমিক ২৭ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৯ টাকা)।
৬. জিব্রাল্টার পাউন্ডব্রিটিশ নিয়ন্ত্রিত অঞ্চল জিব্রাল্টার। এর মুদ্রা জিব্রাল্টার পাউন্ডের দাম আর ব্রিটিশ পাউন্ডের দাম সমান। এটি বর্তমানে বিশ্বের ষষ্ঠ দামি মুদ্রা। বর্তমানে এক জিব্রাল্টার পাউন্ড সমান ১ দশমিক ২৭ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৯ টাকা)।
৭. কেম্যান দ্বীপপুঞ্জ ডলারকেম্যান দ্বীপপুঞ্জের সরকারি মুদ্রা ডলার। যদিও এটি শক্তিশালী মুদ্রাগুলোর মধ্যে সাত নম্বর স্থানে রয়েছে, তবে এর মান বৈশ্বিকভাবে পঞ্চম সর্বোচ্চ। বর্তমানে এক কেম্যান দ্বীপপুঞ্জ ডলার সমান ১ দশমিক ২০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩১ টাকা)।
আরও পড়ুন>> সাগরে হুথি আক্রমণে ভারতের রপ্তানি খরচ বেড়ে দ্বিগুণ
৮. সুইস ফ্রাঁসুইজারল্যান্ডের পাশাপাশি লিচেনস্টাইনের মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় সুইস ফ্রাঁ। অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য পরিচিত সুইজারল্যান্ড বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে একটি। এর মুদ্রা হলো বিশ্বের অষ্টম শক্তিশালী মুদ্রা। বর্তমানে এক সুইস ফ্রাঁ সমান ১ দশমিক ১৭ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৮ টাকা)।
৯. ইউরোইউরোপীয় ইউনিয়নের ২০টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত ইউরোজোনের সরকারি মুদ্রা ইউরো। এটি দ্বিতীয় বৃহত্তম রিজার্ভ মুদ্রা এবং বিশ্বব্যাপী দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসা করা মুদ্রা। শক্তিশালী মুদ্রার তালিকায় নবম অবস্থানে রয়েছে ইউরো। বর্তমানে এক ইউরো সমান ১ দশমিক ০৯ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৯ টাকা)।
১০. মার্কিন ডলারযুক্তরাষ্ট্রের মুদ্রার নাম মার্কিন ডলার। এটি বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ব্যবসা করা মুদ্রা। প্রাথমিক রিজার্ভ মুদ্রা হিসেবেও ব্যবহৃত হয় মার্কিন ডলার। ব্যাপক জনপ্রিয়তা সত্ত্বেও এটি বিশ্বের শক্তিশালী মুদ্রাগুলোর মধ্যে ১০ নম্বর অবস্থানে রয়েছে। বর্তমানে বাংলাদেশি মুদ্রায় এক মার্কিন ডলারের দাম প্রায় ১০৯ টাকা।
কেএএ/