পাকিস্তানের বেলুচিস্তানে কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে প্রতিবেশী দেশ ইরান। তবে ইরানের এই হামলার নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান। বলা হয়েছে, এ ধরনের হামলা সার্বভৌমত্বের লঙ্ঘন।
Advertisement
এ ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ও ইরান সম্পর্কের বেশ অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশ দুইটিকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে চীন।
আরও পড়ুন>পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ২ শিশু নিহত
বুধবার (১৭ জানুয়ারি) চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাও নিং নিয়মিত ব্রিফিংয়ে পাকিস্তান ও ইরানকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, উত্তেজনা বাড়ায় এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। শান্তি ও স্থিতিশীলতার জন্য দুই দেশকে একত্রে কাজ করারও আহ্বান জানানো হয়।
Advertisement
তিনি বলেন, আমরা মনে করি পাকিস্তান ও ইরান ঘনিষ্ঠ প্রতিবেশী ও প্রধান দুইটি ইসলামিক দেশ।
মূলত পাকিস্তান ও ইরান হলো চীনের অন্যতম অর্থনৈতিক অংশীদার। সম্প্রতি তাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক বেড়েছে।
পাকিস্তানের ভেতরে একটি সুন্নি ‘উগ্রবাদী’ গ্রুপের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তার প্রতিবেশী ইরান। এতে দুই শিশু নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) সীমান্তের কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে এই হামলা চালানো হয়।
এর আগে সোমবার (১৫ জানুয়ারি) ইরাক ও সিরিয়ায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থার বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
Advertisement
সূত্র: জিও নিউজ
এমএসএম