সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগে খুলনায় মেডিকেল ভর্তি কোচিং মেডিএইড ও ডিএমসি স্কলারের অফিস বন্ধ করে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান ও মহেশ্বর মন্ডল কোচিং সেন্টার দুটিতে তালা ঝুলিয়ে দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৯ জানুয়ারি থেকে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী খুলনা মহানগরীর মেডিকেল ভর্তি কোচিং সেন্টারসমূহে অভিযান পরিচালনা করা হয়। নির্দেশনা অমান্য করে কোচিং খোলা রাখায় মেডিএইড ও ডিএমসি স্কলার মেডিকেল কোচিং বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং প্রতিষ্ঠান দুটি সিলগালা করা হয়।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জাগো নিউজকে বলেন, ভর্তি পরীক্ষার জন্য পর্যন্ত সকল অনলাইন ও অফলাইন মেডিকেল কোচিং বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। আমরা বিষয়টি জানিয়েছি। কিন্তু নির্দেশনা অমান্য করায় অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
Advertisement
আলমগীর হান্নান/এনআইবি/এমএস