সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই ফকির পাড়া গ্রাম থেকে দুটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে ওই গ্রামের একটি গভীর পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে প্রাণী দুটিকে উদ্ধার করা হয়।
Advertisement
স্থানীয় পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান ও সমাজকর্মী মামুন বিশ্বাস এ মেছো বাঘ দুটি জীবিত উদ্ধার করেন। এতে সহযোগিতা করেন বন বিভাগের কর্মীরা।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস এ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, প্রাণী দুটিকে মূলত ‘মেছো বিড়াল’ বলা হয়। তবে সবার কাছে ‘মেছো বাঘ’ হিসেবে পরিচিত। এদের উদ্ধার করে বন বিভাগের মাধ্যমে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সিরাজগঞ্জ ইকো পার্কে অবমুক্ত করা হয়েছে।
বেলকুচি উপজেলা বনবিভাগের ফরেস্টার রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, স্থানীয়রা ৯৯৯-এ মেছো বাঘের বিষয়টি আমাদের জানায়। পরে মামুন বিশ্বাসকে বললে তিনি তার লোকজন নিয়ে প্রাণী দুটি উদ্ধার করেন। এরপর মেছো বাঘ দুটি আমাদের কাছে হস্তান্তর করলে ইকো পার্কে অবমুক্ত করা হয়।
Advertisement
এম এ মালেক/এফএ/জেআইএম