প্রিমিয়ার লিগ কবে শেষ হয়েছে, ভুলতে বসেছেন হকি খেলোয়াড়রা। ২০২১ সালের নভেম্বরের পর আর যে খেলাই হয়নি! মাঝে ২০২২ ও ২০২৩ সালে ফাইলবন্দি ছিল প্রিমিয়ার লিগ।
Advertisement
ফেডারেশন চেয়েছিল এশিয়ান গেমসের পরপর দলবদল কর ২০২৩ সালেই হকি মাঠে ফেরাতে। ফেডারেশন চাইলেই তো হবে না, লিগের দলবদল ও খেলার ভাগ্য নির্ধারক যে লিগের ক্লাবগুলোই। জাতীয় নির্বাচনের অজুহাতে বেশিরভাগ ক্লাব দলবদলে রাজি হয়নি।
অবশেষে ক্লাবগুলোর সুমতি হয়েছে। শনিবার লিগ কমিটির সভায় ক্লাব প্রতিনিধিদের সম্মতিতে দলবদলের তারিখ নির্ধারণ করেছে লিগ কমিটি। শেষ পর্যন্ত ঠিক থাকবে কি না সেটা পরের বিষয়, লিগ কমিটি ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দলবদলের যে তারিখ নির্ধারণ করতে পেরেছে সেটাই বড় স্বস্তির খবর খেলোয়াড়দের জন্য।
নির্ধারিত সময়ে দলবদল হলে খেলা মাঠে ফেরাতে বেশি সময় নেবে না ফেডারেশন। ২০ ফেব্রুয়ারি শহীদ স্মৃতি হকি দিয়ে খেলা মাঠে ফেরানোর সিদ্ধান্ত হয়েছে সভায়।
Advertisement
আরআই/আইএইচএস/